কবে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া?



বেগম খালেদা জিয়া যেকোনো সময়ে লন্ডন যেতে পারেন বলে বিএনপির একাধিক সূত্র এবং পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। তাঁরা সরকারের সবুজ সংকেত এর অপেক্ষা করছেন। ইতিমধ্যে লন্ডন যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও বেগম খালেদা জিয়ার পরিবার গ্রহণ করেছেন বলে বাংলা ইনসাইডার-কে জানিয়েছেন পরিবারের একজন সদস্য।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ৬ মাসের জামিনে বেগম খালেদা জিয়াকে দুই শর্তে মুক্তি দেয়া হয়। এই শর্তগুলো ছিলো যে, তিনি নিজ দায়িত্বে চিকিৎসা করবেন এবং এই সময়ে তাঁর দণ্ড স্থগিত রাখা হবে। বেগম খালেদা জিয়ার প্রকাশ্যে দুই শর্তের বাইরেও গোপনে আরো কিছু শর্ত ছিলো বলে একাধিক রাজনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আইনগত প্রচেষ্টা এবং রাজনৈতিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর বেগম জিয়ার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার করুণা ভিক্ষা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম জিয়ার পরিবার এর দুইজন সদস্য দেখা করে তাঁরা প্রধানমন্ত্রীর সহানুভূতি চান। প্রধানমন্ত্রীর মহানুভবতার প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী সহানুভূতিশীল হয়ে নির্বাহী আদেশে ফৌজদারি কার্য