কে পাচ্ছেন ঢাকা৫- এর মনোনয়ন?



ঢাকা-৫ আসনের প্রবীণ সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে অনেক আগেই। করোনার কারণে শুরু হচ্ছে না উপনির্বাচনের আনুষ্ঠানিকতা। তবে সম্ভব্য প্রার্থীরা থেমে নেই। নিজেদের প্রচারণা চালাচ্ছেন। এমনকি পোস্টার বিলবোর্ডে নিজেদের জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা বেশ সক্রিয়। করোনাকালে মানুষের পাশে দাড়িয়ে নিজেদের প্রার্থীতা হওয়ার খবর জানান দিচ্ছেন অনেকে।

আসনটি হাবিবুর রহমান মোল্লার বাধা ছিলো। চারবার তিনি এই আসন থেকে জয় পেয়েছেন। তার আসনের হাল কে ধরবে? ঢাকার প্রবেশদ্বার খ্যাত ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) গণমানুষের নেতা ছিলেন হাবিবুর রহমান মোল্লা। জাতীয় সংসদে শোক প্রস্তাবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছেন, হাবিবুর রহমান মোল্লা ছিলেন এলাকার গণমানুষের নেতা। প্রতিটি পরিবারের খবর তিনি রাখতেন। শুধু তাই নয়, তিনি প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন।’ সেই মোল্লার বিকল্প কে? পরিবার থেকেই কাউকে বেছে নেওয়া হবে নাকি নতুন মুখ আসবে? এই আলোচনাই এখন সর্বত্র।

এ আসনে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের না