স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার বহুদিন পর ফিরে বললেন, করোনা আরো ২/৩ বছর থাকবে।
এরপর আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী যখন এর তীব্র সমালোচনা করলেন। তখন তিনি আবার অনলাইনে এসে বললেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি এভাবে বলেননি। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে বলেছেন।এরপর তার এই বক্তব্য নিয়েও সমালোচনা হলো। বিভিন্ন গণমাধ্যমে তার আগের বক্তব্য প্রকাশ করা হলো। তখন তিনি পিছু হটলেন। তার একজন কর্মকর্তাকে দিয়ে তিনি একটি প্রেস ব্রিফ্রিং দিলেন। সেখানে বলা হলো, `স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বক্তব্যের স্ক্রিপটি তৈরি করতে করতে স্বাস্থ্য বুলেটিনের সময় হয়ে যাওয়ায় তিনি সেটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাননি। স্ক্রিপট পাঠ করে অনলাইনে বক্তব্য রাখেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে, ওই বক্তব্যটিতে অস্পষ্টতা সৃষ্টি হতে পারে। তাই প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রেরিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়।`
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একজন দায়িত্ববান কর্মকর্তা। প্রথম কথা হলো তাকে কেন এ ধরণের স্প