কার্তিক আরিয়ানের ইউটিউব চ্যানেলটির কথাই বলা যাক। বলিউডের এ প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সচেতনতা বৃদ্ধিতে শুরু থেকে বেশ সক্রিয়। নিজের ইউটিউব চ্যানেলে নতুন একটি সিরিজ শুরু করলেন এই করোনাকালে। এর নাম কোকি পুছেগা। অনুষ্ঠানটিতে কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠা ভারতীয় নাগরিক এবং করোনাভাইরাসের সঙ্গে লড়ে যাওয়া চিকিৎসক, পুলিশ, সমাজকর্মীসহ সত্যিকারের নায়কদের সাক্ষাৎকার নিচ্ছেন কার্তিক।
সাম্প্রতিক সময়ে বলিউড তারকারা ইউটিউব চ্যানেলের দিকে ঝুঁকছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শিল্পা শেঠী, মাধুরি দীক্ষিত আগেই ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন।
বলিউডে সবসময়ই ব্যবসায়িক অঙ্ক গুরুত্বপূর্ণ। এমনিতেই ইচ্ছে হলো একটা খুলে ফেললাম এমনটা নয়। যেমন একটি ফ্যাশন কমার্স পোর্টালের শেয়ার হোল্ডার আলিয়া ভাট। নিজস্ব ব্র্যান্ডের প্রচারে ইউটিউবকে কাজে লাগাচ্ছেন ইয়ুথ আইকন আলিয়া। এই মডেলের অনুপ্রেরণা হলিউড সেলেব্রিটি কাইলি জেনার। তার ইনস্টাগ্রামের রেকর্ডসংখ্যক ফলোয়ার বাড়িয়েছিল কাইলির কসমেটিকস ব্র্যান্ডের জনপ্রিয়তা।
বরুণ ধাওয়ান চ্যাট শো নিয়ে এসেছেন