অর্থমন্ত্রীর দুই ভাই করোনা আক্রান্ত



এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজেই বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান গোলাম সারওয়ার। এর আগে ১৫ জুন কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাতে অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে কুমিল্লা শহরের ঝাউতলার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তিনিও সুস্থ আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তবে অর্থমন্ত্রীর দুই ভাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসায় পরিবারের আরও কিছু সদস্যের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছে। ফলাফলের বিষয়ে কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।