রাজবাড়ীতে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তাসহ করোনা আক্রান্ত ৪১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে।

রোববার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজবাড়ীতে সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪১জন করোনা আক্রান্ত। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৮ জন,কালুখালী উপজেলায় ৩ জন চিকিৎসক এবং ৭ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন চিকিৎসক এবং উপজেলা নির্বাহী অফিসার সহ মোট ১৫ জন,গোয়ালন্দ উপজেলায় ৩ জন, পাংশা উপজেলায় ২ জন।

এ পর্যন্ত রাজবাড়ীতে মোট শনাক্ত ২০৬ জন।