সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সূবর্নাসারা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপন প্রামানিক (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের বাবুল প্রামানিকের ছেলে। র্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে ২’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ১টি সিম উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।