মিসরের হুমকি যুদ্ধ ঘোষণার শামিল : লিবিয়া

লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ) দেশটিতে মিসরের সামরিক হস্তক্ষেপের হুমকির নিন্দা জানিয়েছে এবং একে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে।রবিবার গর্ভমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের (জিএনএ) এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি শত্রুতামূলক পদক্ষেপ এবং সরাসরি হস্তক্ষেপ যা যুদ্ধ ঘোষণার শামিল।

লিবিয়া বিষয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের প্রাক্কালে মিসর এ সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এই বৈঠকে অংশ নিতে জিএনএ অস্বীকৃতি জানিয়েছে। সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে।

এদিকে শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সতর্ক করে বলেছেন, জিএনএপন্থী বাহিনী কৌশলগত শহর সার্ত্রের দিকে এগুলে তা কায়রোকে সরাসরি হস্তক্ষেপে উ™¦ুদ্ধ করবে।

রাজধানী ত্রিপোলি থেকে ৪৫০ কিলোমিটার দূরে সার্ত্রে শহর অবস্থিত। জিএনএ তার বিবৃতিতে আরও বলেছে, লিবিয়ার আভ্যন্তরীণ বিষয়ে এই হস্তক্ষেপ তার সার্বভৌমত্বের ওপর হামলা এবং মিসরের প্রেসিডেন্ট বা তার সমর্থক কিংবা মিলিশিয়া ও ভাড়াটে সৈন্য যারাই এ ঘোষণা দিক তা অগ্রহণযোগ্য।

এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আর্ন্তজাতিক মহলক