মানুষের মধ্যে অসচেতনতার কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়ে নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ সোমবার (২২ জুন) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি’র আয়োজনে অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দ্বিতীয় পর্যায়ের কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অনেক মানুষ আক্রান্ত হয়েছে সত্য; তবে আল্লাহ’র রহমতে, সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবং সবার সম্মিলিত প্রচেষ্ঠায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ থেকে ১ দশমিক ৩৬ শতাংশের মধ্যে ওঠানামা করছে। মৃত্যুর হারে অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। তবে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’
অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি আমাকে অন্য কেউ সুরক্ষা দিতে পারবে না। আমার কাছে আমার পরিবারের সুরক্ষা জড়িত। সুতরাং এটি মাথায় রাখতে হবে। সবাইকে সচেতনভাবে জীবনযাপন করতে হবে।’
জনগণের জন