করোনা ভাইরাস থেকে মুক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি।সোমবার (২২ জুন) সন্ধ্যায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মুহিবুল্লাহ খন্দকার বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন অনেক ভালো আছেন। আগের থেকে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তার কণ্ঠস্বর এখনও পুরোপুরি ঠিক হয়নি, কণ্ঠস্বর কিছুটা বসা (ভাঙা) রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শে তিনি এখন ভয়েস রেষ্ট নিচ্ছেন।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তিনি করোনা পরীক্ষা করান। সেখানেও একই ফলাফল আসে তার।
দীর্ঘসময় চিকিৎসা গ্রহণের পর গত শনিবার (১৩ জুন) ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরেও গণস্বাস্থ্যে কিট দিয়ে পরীক্ষা করা হলে, এন্টিজেন রিপোর্ট