এবার শুধু সৌদিতে বসবাসকারীদের নিয়ে হজ আয়োজন

করোনাভাইরাসের কারণে এবারের সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে পারবেন শুধু সৌদি আরবে বসবাসকারী বিদেশি নাগরিক ও স্থানীয়রা। সৌদি আরব এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সীমিত মুসল্লিদের অংশগ্রহণে হবে এবারের হজ। প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা অংশ নিতে পারবেন না এবারের আয়োজনে।

এতে আরো বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এমনকি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা মহামারীর কারণে এবারের হজ আয়োজন নিয়ে সংশয়ে ছিল সৌদি কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়াসহ কয়েকটি মুসলিম দেশ এবাররে হজে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।