সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অপু কুমার নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা মহল্লার মৃত রনজিত বীরের ছেলে। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সদর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাকরিচ্যুত ওই পুলিশ সদস্য শনিবার গভীর রাতে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সয়দাবাদ হাইস্কুলের সামনে দড়ি টানিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সঙ্ঘবদ্ধ ডাকাতদল।
এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতেরা পালিয়ে গেলেও অপু কুমারকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া ও লোহার রডসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৪ ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত অপু কুমার পুলিশে চাকরী করা কালিন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরীচ্যুত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।