চলতি বাজেট অধিবেশনে অংশ নিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ থেকে ‘ওয়াকআউট করেছেন বিএনপির সদস্য হারুন-অর-রশীদ।
ওয়াকআউটের আগে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের করোনা পরিস্থিতিতে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি জানান।
মঙ্গলবার বেলা ১টার দিকে হারুন-অর–রশীদকে ১২ মিনিট আলোচনার সুযোগ দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। শুরুতেই হারুন তার সময় আরও বাড়িয়ে দেওয়ার আরজি জানান স্পিকারের কাছে।
হারুন-অর–রশীদ তার বক্তৃতা শুরু করেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ দিয়ে। তখন স্পিকার তাকে থামিয়ে এভাবে শুরু করার কারণ জানতে চান।
তখন বিএনপির এই এমপি বলেন, তিনি এটা বলেছেন, তার কারণ আছে। বক্তব্যের শেষের দিকে তিনি তার ব্যাখ্যা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এই বিষয়ে ফজলে রাব্বী মিয়া বলেন, ‘এমনভাবে শুরু আমার সাতবারের সংসদ সদস্য জীবনে দেখিনি। আপনাকে (হারুন-অর রশীদ) অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে।’
বক্তব্যের একপর্যায়ে হারুন-অর-রশীদ বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, করোনা দু-তিন বছরেও যাবে না। এমন আশঙ্কা প্রকাশ করেছেন ডিজি। তাহলে এই করোনা আমাদের জন্য বিরাট চ্যালেঞ