আইপিএলের আদলে ভারতে উইম্যান্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজন করা হয়েছিল, যাকে বলা হয়েছিল মেয়েদের আইপিএল। একইভাবে মেয়েদের বিপিএলও চান বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে মেয়েদের আইপিএল খেলা অলরাউন্ডার জাহানারা আলম।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ নারী দলের অন্যতম সেরা এই পারফর্মার মনে করেন, ছোট পরিসরেও যদি বিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগ পান নারী ক্রিকেটাররা, তাহলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি অনেক কিছু শেখার সুযোগও হবে।
বাংলাদেশের বিপিএল ক্রিকেট বিশ্বে অনেক সুনাম কুড়িয়েছে। জাহানারা চান, বিপিএল খেলার সুযোগ হোক মেয়েদেরও।
বিডিক্রিকটাইম এর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাহানারা বলেন, ‘বিপিএল অনেক বড় করে আয়োজিত হয়। কোনো সন্দেহ নেই অনেক সুন্দর আয়োজন হয়। তবে এর পাশাপাশি যদি প্রমীলা বিপিএলও শুরু করা যেত তাহলে অতুলনীয় হত।’
তবে প্রমীলা ক্রিকেট যে এখনো পুরুষ ক্রিকেটের উচ্চতায় পৌঁছাতে পারেনি, তা মেনে নিয়েছেন এই ক্রিকেটার। নিজেদের ক্রিকেটের আরও উন্নতির জন্য জাহানারা চান, বিপিএলের মানের টুর্নামেন্ট খেলার সুযোগ যেন বাংলাদেশের মেয়েরাও পান।
জাহানারা বলেন, ‘হয়ত প্রমীলা ক্রিকেটকে আমর