তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে ডোবার পানিতে ডুবে রাহাত নামে এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্বজনেরা জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ওই নিষ্পাপ শিশু বাড়ির পাশের একটি ডোবায় সবার অজান্তে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাকে উদ্ধার করে এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।