ডজনে ডিমের দাম বাড়ল ১০ টাকা

সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে। ডজনে দাম বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা। এমন পরিস্থিতিতে বাজারে ডিমের বাড়তি দাম নিয়ে ক্রেতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।শুক্রবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র উঠে এসেছে।

বর্তমানে প্রতিডজন লাল ডিম (আকারভেদে) বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা, দেশি মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালী মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০, হাঁস ১২৫ টাকা, কোয়েল প্রতি ১০০ পিস ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

রামপুরা বাজারে এক ক্রেতা বলেন, ডিমের দাম দফায়-দফায় বাড়ছে, বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ালেও দেখার কেউ নেই। নিম্ন ও মধ্য আয়ের মানুষের খাবারের ভরসা ফার্মের ডিম। বর্তমানে মানুষের আয় কমেছে। এখন এভাবে ডিমের দাম বাড়া কিসের লক্ষণ?

খিলগাঁও বাজারের ডিম বিক্রেতা মামুন বলেন, হ্যাচারিতেই বাড়তি ডিমের দাম। এ কারণে বাজারে ডিম ডজনে কিছুটা বাড়তি রয়েছে।