উজানের ঢল ও কয়েক দিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়েছে। ফলে লালমনিরহাট ও নীলফামারীর তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।আজ শুক্রবার (২৬ জুন) সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় বিপৎসীমার ২০ সেন্টিমিটার (৫২ দশমিক ৮০ সেন্টিমিটার) ওপরে। যা, স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। পরে অবশ্য সকাল ৯ টার দিকে পানি প্রবাহ কিছুটা কমে ৫২ দশমিক ৭৮ সেন্টিমিটার হয়। তবে এটাও বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর।
এর আগে গত শনিবার দুপুরেও (২০ জুন) তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৭৮ সেন্টিমিটর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী অঞ্চলে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪০ মিলিলিটার। এতে বেড়ে যায় তিস্তার পানি। বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৬টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার ভোররাতের পর থেকে তা বৃদ্ধি পেতে শুরু করে, যা ভোর ছয়টার দিকে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে চলে যায়।
এদিকে টানা দুই দিনের বৃষ