উত্তেজনার মধ্যেই লাদাখে চীনা সেনারা আবারও ভারতীয় ভূখণ্ড দখলে নিয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির শনিবার এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, চীনা সেনারা পয়েন্ট ১৪সহ গোটা এলাকায় অবস্থান নিয়েছে। ফলে ভারতীয় সেনারা পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১১-এ, ১২ এবং ১৩-এ পৌঁছতে পারছে না।
এই পেট্রোলিং পয়েন্ট (পিপি)-১৪ এলাকায় গত ১৫ জুন সংঘর্ষ হয়েছিল। এখন সেখানে যেতেই পারছে না ভারতীয় সেনারা।
আনন্দবাজার পত্রিকা বলছে, সংঘর্ষের পর ফের ভারতের বিস্তীর্ণ এলাকা দখল করে বসে পড়েছে চীনা সেনারা।
তবে দখলকৃত এলাকায় কোনও স্থাপনা নির্মাণ করেনি বলে খবরে উল্লেখ করে বলা হয়েছে, এই মুহূর্তে সেখানে বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে চীনারা। যার মধ্যে পড়েছে বটল-নেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট, ভারতের মধ্যে হলেও যা বর্তমানে চীনের দখলে। এর ফলে কয়েকশো বর্গ কিলোমিটার এলাকায় নজরদারি বন্ধ রাখতে হয়েছে ভারতকে।
এ দিকে দু’দিনের সফর শেষে দিল্লি ফিরে শনিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কাছে সীমান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন ভারতের সেনাপ্রধান। এর পরে প্