ভুতুড়ে বিলের মাধ্যমে সরকার জনগণের রক্ত চুষে নিচ্ছে: রিজভী



বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলের মাধ্যমে সরকার সিরিঞ্জ দিয়ে জনগণের রক্ত টেনে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিদ্যুৎ-জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তনের সুযোগ রেখে সংসদে উত্থাপিত সংশোধনী আইনের প্রতিবাদে শনিবার আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি মুখপাত্র বলেন, ‘বাড়িতে বাড়িতে বহু লোক আমাদের বলছেন- যেখানে বিদ্যুৎ বিল হওয়ার কথা ১ হাজার থেকে ১১-১২শ’ টাকা। সেখানে ২০ হাজার ২৫ হাজার টাকা বিল আসছে।’

তিনি বলেন, ‘এই ভুতুড়ে বিলের জন্য গণমাধ্যমে অনেক প্রতিবেদন ছাপা হয়েছে। সরকারের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সরকার এদিকে তাকাচ্ছেন না।’

রিজভী বলেন, ‘তারা নির্লজ্জভাবে গায়ের জোরে আবার বছরে কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে। এখন সিরিঞ্জে করে যেমন রক্ত টান দেয়, এই সরকার জনগণের শরীরে সিরিঞ্জ দিয়ে রক্ত টান দিচ্ছে এই বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে।’

সংসদে উত্থাপিত বিলের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাদের (সরকার) টাকা দরকার। এই টাকা কোথায় যাচ্ছে জানেন? এটাও গতকাল বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে- ৫ হাজার কোটি টাকার বেশি সুইস ব্যাংকের জমা