আখাউড়ায় সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগে আটক ৪



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংবাদ সংগ্রহের সময় ৩ সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটানায় ৪ জন আসামীকে আটক করেছেন আখাউড়া থানা পুলিশ।

শনিবার ২৭ জুন দিবাগত রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন আখাউড়ার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের বাকের খন্দকার(৪০),আব্দুল কাদের (৩৫),আবুল কাশেম(৩০)ও জবিউল্লাহ(২০)। এই সময় আবু সায়েদ(৫৫),সুমন মিয়া(৩২),গোলাম মোস্তফা(৫০),নাঈম(১৮),রহিমা খাতুন(২৪) নামে আসামীর পলাতক রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য গত ২১ শে মার্চ মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে শফিকুর রহমান(৫৫) এর বাড়িতে সংবাদ সংগ্রহ করতে যায় এশিয়ান টেলিভিশনের আখাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ অমিত হাসান আবির, দৈনিক ডোনেট বাংলাদেশের আখাউড়া প্রতিনিধি মোঃজুয়েল মিয়া এবং দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন।

সংবাদ সংগ্রহের সময় স্থানীয় ভূমিদস্যুরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।হামলার সময় হামলাকারীরা সাংবাদিক আবিরের ক্যামেরা ও তাদের পকেটে থাকা নগদ টাকাসহ মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে