করোনাভাইরাস মহামারী পরিস্থিতির অবনতি হতে থাকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশীরভাগ দেশকে আপাতত সেনজেন ভিসা সুবিধার বাইরে রাখা হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্য কেবল ভারত ও ভুটানের নাগরিকরা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে এ ভিসা সুবিধার আওতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবাধ চলাচল করতে পারবেন। একই বিবেচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল ও কাতারসহ বহু দেশকে সেননজেন ভিসা সুবিধার বাইরে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চে ইইউ নিজেদের অভ্যন্তরীণ সীমান্ত বন্ধের পাশাপাশি তৃতীয় দেশগুলোর জন্য সেনজেন ভিসা সুবিধা স্থগিত রেখেছিল। পরবর্তী সময়ে ইউরোপীয় কমিশন ১৫ জুন থেকে ইইউ দেশগুলোর অভ্যন্তরীন সীমান্ত খুলে দেয়ার সুপারিশ করে। কমিশন একইসাথে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃতীয় দেশগুলোর জন্য ধীরে ধীরে ভিসা সুবিধা উন্মুক্ত করে দেয়ার পরামর্শ দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইইউভুক্ত দেশগুলো ইতোমধ্যেই নিজেদের মধ্যে সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে। এছাড়া জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ইইউ’র বাইরে ৫৪টি দেশের জন্য ভিসা সুবিধা আবারো চালুর সিদ্ধান্ত হয়েছে।
ইউরোনিউজের এক খবরে ব