করোনা বশের আরও একটি কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি চীনের

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারি রূপে বিশ্বব্যাপী ভয়াবহ তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনা ভাইরাসকে বশে আনতে নিরাপদ ও কার্যকর আরও একটি ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে চীন।চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) বলেছে, তাদের তৈরি করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন মানব দেহে পরীক্ষার পর প্রাথমিক ফলাফলে দেখা গেছে- এটি নিরাপদ এবং কার্যকর হতে পারে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এই বায়োটেক কোম্পানির এটি দ্বিতীয় ভ্যাকসিন; যা ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যাঞ্জক ফল দেখিয়েছে। এর আগে করোনার অপর একটি ভ্যাকসিনকে প্রাথমিক পরীক্ষার পর কার্যকর এবং নিরাপদ বলে দাবি করে সিএনবিজি।

বেইজিংভিত্তিক সিএনবিজি এই ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দুই দফায় পরীক্ষার জন্য ১ হাজার ১২০ জন সুস্থ স্বেচ্ছাসেবীকে বেছে নিয়েছিল। প্রথম দফায় সব অংশগ্রহণকারীকে উচ্চমাত্রার এন্টিবডি প্রয়োগ করা হয়।

চীনের স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে সিএনবিজি। তবে এই ভ্যাকসিনের পরীক্ষার ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি তারা।

বিশ্বে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির দৌড়