করোনা আক্রান্তদের পাশে শাহাদাতের ‘প্লাজমা ব্যাংক’

করোনাভাইরাস জয় করে অনেকেই ফিরেছেন স্বাভাবিক জীবনে। কেউ কেউ আবার আক্রান্তদের সহায়তায় নিচ্ছেন নানা উদ্যোগ। তেমনি একটি উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’। এর নেপথ্যে আছেন দেশের শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সংবাদ উপস্থাপক শাহাদাত হোসেন।গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রথমদিকে করোনায় আক্রান্ত হওয়াদের একজন ছিলেন শাহাদাত হোসেন। তার পুরো পরিবারের ওপরই থাবা বসিয়েছিল করোনাভাইরাস। বাদ যায়নি সাড়ে তিনমাস বয়সী কন্যা নামিরাহ-ও। এ দুঃসময়ে পাশে পেয়েছিলেন প্রতিষ্ঠান ও সহকর্মীদের সার্বিক সহযোগিতা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাসায় চিকিৎসা শেষে গত ১২ মে তিনি ও তার পরিবারে সবাই করোনা মুক্ত হয়েছেন।

শারীরিক, মানসিক ও সামাজিক নানা প্রতিকূলতা দেখেছেন। চিকিৎসাধীন অবস্থায় চোখের সামনেই করোনা রোগীদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছেন। সেখান থেকে শপথ নেন, সুস্থ হলে আক্রান্তদের জন্য কিছু করার। তিনি এখন করোনায় আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহের অন্যতম উদ্যোক্তা।

বাংলাদেশে করোনায় আক্রান্তদের সুস্থ্যতার জন্য প্লাজমা থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার পর অনেকে শাহাদাত