পোরজনা এম.এন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন

১৪০ বছরের ঐতিহ্যবাহী পোরজনা এম.এন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে।  সোমবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কতৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

পোরজনা এম.এন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি হলেন শাহ্জাদপুর উপজেলা যুবলীগ এর আহবায়ক জনাব মোঃ আশিকুল হক দিনার (রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত),  সদস্য সচিব, পোরজনা এম.এন. উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (পদাধিকার বলে), অভিভাবক সদস্য জনাব মোঃ রেজাউল হোসেন (উপজেলা নির্বাহী অফিসার কৃর্তৃক মনোনীত), শিক্ষক প্রতিনিধি সদস্য জনাব নকিব আহমেদ (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)।