এ পর্যন্ত শাহজাদপুর থানার ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

করোনার সম্মুখযোদ্ধাদের মধ্যে অন্যতম হলো পুলিশ বাহিনী। করোনাকালে দায়িত্বের উর্ধে থেকে সারাদেশব্যাপী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কর্মরত পুলিশও এর ব্যাতিক্রম না। করোনার এই মহামারীর শুরু থেকে অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান সহ শাহজাদপুর থানার পুলিশ বাহিনী দায়িত্ব পালনে একটুও ছাড় দেননি। শাহজাদপুর সদর সহ উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলে আইন-শৃঙ্খলা ও করোনা মোকাবেলা করতে দিনরাত পরিশ্রম করছে শাহজাদপুর থানা পুলিশ।

এ দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত শাহজাদপুর থানায় কর্মরত দশজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। করোনাক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং দু’জন পুলিশ সদস্য তাদের নিজ বাসায় চিকিৎসাধীন আছে। ২য়বার করোনা পরিক্ষায় অপর তিনজন পুলিশ সদস্যের রেজাল্ট নেগেটিভ এসেছে, তারা তিনজনও নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান শাহজাদপুর সংবাদডটকম কে এ তথ্য নিশ্চত করেছেন। এসময় তিনি স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক সরকারি নির্দেশনা মেনে করোনা মোকাবেলা করা