উত্তরবঙ্গের দুই খ্যাতিমান
হঠাত গেলেন চলে
কোথায় তারা পালিয়ে গেলেন
কোনো কিছু না বলে।
অসাধারণ মানুষ দু'জন
বলবো আর কত
তাদের দেখে পাহাড়-পর্বত
করতো মাথা নত।
নাসিম ছিলেন জননেতা
লোহানী ছিলেন গুণী
তাদের সুনাম এই বাংলার
পাখির কন্ঠেও শুনি।
তাদের শোকে যমুনার ঢেউ
বইছে এলোমেলো
তাদের ছাড়া উত্তরবঙ্গ
অন্ধ হয়ে গেল।
শাহজাদপুর,
০১৮২৭-৫০২২১৭।