ছাত্রলীগের উদ্যোগে চালু হলো বিনামূল্যে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’




নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বাংলাদেশে বাড়ছে অক্সিজেনের চাহিদা। কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। পাশাপাশি অনেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাসায় চিকিৎসা নেওয়া রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারের চাহিদাও বেড়েছে। সামর্থ্যবানেরা অক্সিজেন সিলিন্ডার কিনে ব্যবহার করতে পারলেও অনেকেরই সেই সামর্থ্য নেই। আর তাদের জন্য রাজধানীতে ভরসা হয়ে এলো জয় বাংলা অক্সিজেন সেবা।


ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ সেবা শুরু হয়েছে রাজধানীতে।

২৫ জুন থেকে জয় বাংলা অক্সিজেন সেবা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সাদ বিন কাদের চৌধুরী। এই কার্যক্রমে যুক্ত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স, ডাকসুর সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। কোভিড-১৯ প্রাদুর্ভাব পরিস্থিতিতে সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার জন্য এই উদ্