সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ করলেন তথ্যমন্ত্রী



মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে (পিআইবি) সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে করোনাকালীন সহায়তার প্রথম পর্যায় ও ট্রাস্টের নিয়মিত সহায়তা চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী।

শেখ হাসিনাকে সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে তিনি দেশের আপামর মানুষের জন্য দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।’

‘এখন পর্যন্ত সাত কোটির বেশি মানুষ সরকারি সহায়তার আওতায় এসেছে। পাশাপাশি করোনার সম্মুখযোদ্ধাদের জন্য বিশেষ সহায়তার আওতায় সাংবাদিকদের বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি,’ যোগ করেন তথ্যমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে দীর্ঘদিন ধরে কর্মহীন, করোনাকালে চাকরি হারানো ও বেতন না পাওয়া এই তিন অসুবিধায় পড়া সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, 'প্রাথমিক পর্যায়ে দেড় হাজার সাংবাদিক এ সহায়তা পাবেন এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। প্রথম পর্যায়ে উপযুক্ত যারা বাদ পড়বেন ক্রমান্বয়ে তারাও এ সহায়তা পাবেন।'

করোনাকালীন বিশেষ সহায়তা ছাড়াও ২০১৯-২০ অর্থবছরে সাংবাদিক কল্যাণ