ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের অবনতি



জ্বর ও গলাব্যথায় ভুগছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ ছাড়া তার নিউমোনিয়ায় আগের চেয়ে আরও বেড়েছে।

আজ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ তথ্য জানান। তিনি জানান, জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটেছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতলে তার সিটিস্ক্যান করার কথা রয়েছে।

ফরহাদ বলেন, ‘বিএসএমএমইউতে সিরিয়াল দেওয়া আছে। তার (জাফরুল্লাহ চৌধুরী) শরীরের ভেতরে ইনফেকশনের ছবি এক্সরেতে ভালো আসছে না। তাই সিটি স্ক্যান করানো হচ্ছে।’

এর আগে গতকাল মঙ্গলার ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতির তথ্য দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার। তিনি বলেন, ‘তিনি কোভিড-১৯ পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন। সপ্তাহে তিনবার তার ডায়ালাইসিস করাতে হয়। বিকল কিডনি রোগী হিসেবে দীর্ঘ একমাস রোগে ভোগার কারণে উনার শরীর খুবই দুর্বল। স্বরযন্ত্রের প্রদাহের কারণে বর্তমানে তার কথা বলা নিষে