পাবনায় ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে মোঃ বজলু খাঁ নামে একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।

বুধবার বেলা ১টার দিকে পাবনা বেড়া উপজেলা জগন্নাথপুর রোয়ারবাড়ী বটতলার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার নিকট হতে ১৯৭০ (একহাজার নয়শত সত্তর) পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় এজাহার দায়ের করা হচ্ছে।