ভাবতে পারছি না অ্যান্ড্রু দা আর নেই: সামিনা চৌধুরী



নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। সোমবার (৬ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে বিনোদন অঙ্গন।

সামিনা চৌধুরী জানান , ‘ভাবতে পারছি না অ্যান্ড্রু দা আর নেই। মনে হচ্ছে চারদিকে ফাঁকা হয়ে গেল। আমার কেউ নেই এই পৃথিবীতে, আর উনাকে নিয়ে লিখে কি হবে? আর কেউ ওনার জন্য টাকা চাইবে না। শিল্পীদের মধ্যে ভাগাভাগি হবে না। মানুষের খারাপ কথা আর শুনতে হবে না। আমি অ্যান্ড্রু দা আর আহমেদ ইমতিয়াজ বুলবুল একই সিনেমা দিয়ে অভিষেক করেছিলাম। সেই পপুলার গান আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে। বাকি ২জন চলে গেলো আমি একাই পড়ে রইলাম।’

অ্যান্ড্রু কিশোর বাংলাদেশে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। কয়েক হাজার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।

এ শিল্পী ১৯৫৫ সালের ৪ ন