জীবনের গল্প থামিয়ে চলে গেলেন কিংবদন্তী সঙ্গীত এন্ড্রু কিশোর। অসুস্থতা চরম আকার ধারণ করার আগ পর্যন্ত নিয়মিত ছুটে যেতেন রাজশাহীতে। তার স্বজনরা জানান, ২০১১ সাল থেকে প্রতি তিন মাস অন্তর একবার রাজশাহীতে উপস্থিত হতেন তিনি।সংগীতের ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর ছাত্র ছিলেন এন্ড্রু কিশোর। গুরুর নামে রাজশাহীতে ‘ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। ২০১১ সালে রাজশাহীতে এই সংগঠন তৈরি করা হয়। সেই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্ষব্যাপী সংগঠনের ত্রৈমাসিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকতো। অনুষ্ঠানে রাজশাহীর প্রত্যন্ত এলাকার একেকটি দলকে আমন্ত্রণ জানানো হতো। প্রতিটি অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকতেন। গান শুরুর আগে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর ওপরে আলোচনা হতো। সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি রাজশাহীতে ছুটে যেতেন বারবার। যখন মরণঘাতী ক্যান্সার চরম আকার ধারণ করলো সে সময় তিনি এই সংগঠনের সভাপতিত্বের দায়িত্ব দিয়ে গেছেন তার বাল্যবন্ধু রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দ্বীপকেন্দ্রনাথ দাসের ওপরে।
তার মৃত্যুতে সারাদেশে শোকে