দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগে সোমবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত বরেণ্য শিল্পী এন্ড্রু কিশোর। দেশ ও বিদেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে ‘প্লেব্যাক সম্রাট’ নামেও পরিচিত ছিলেন তিনি।১৯৫৫ সালের ৪ নভেম্বর জন্ম এন্ড্রু কিশোর কুমার বাড়ৈয়ের। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেছেন।
ব্যক্তিগত জীবনে এন্ড্রু কিশোরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা সিডনিতে গ্রাফিক ডিজাইন ও ছেলে জে এন্ড্রু সপ্তক মেলবোর্নে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন।
গুরু আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সঙ্গীতের তপস্যা শুরু করেন এই বরেণ্য শিল্পী। গেয়েছেন রবীন্দ্র, নজরুল, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান। মুক্তিযুদ্ধের পর কিশোর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গানে রেডিওতে তালিকাভুক্ত শিল্পী ছিলেন।
একইসাথে তিনি নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান শ্রেণিতে রাজশাহী বেতারের সঙ্গেও তালিকাভুক্ত ছিলেন।
১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ” গানের মধ্য দিয়ে এন্ড্রু