প্রায় অর্ধেক দামে মিলছে পণ্য
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এলো “মানুষের জন্য মিনিস্টার পণ্য”। এখানে গ্রাহকগণ ‘প্রায় অর্ধেক দামে’ মিনিস্টারের পণ্য কিনতে পারবেন। মিনিস্টার সব সময়ই তাদের গ্রাহকদের জন্য নতুন সব চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও তারা কোরবানী ঈদ উপলক্ষে দেশের মানুষের জন্য কোটি কোটি টাকার ঈদ অফার নিয়ে হাজির হয়েছে; যা ১লা জুলাই ২০২০ থেকে শুরু হয়েছে।বর্তমানে মহামারী পরিস্থিতিতে মিনিস্টার তাদের পণ্যের পূর্বমূল্যের তুলনায় প্রায় অর্ধেক দাম কমিয়ে দিয়েছে। এছাড়াও এই ঈদে আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুযোগ দিচ্ছে মিনিস্টার। সব মিলিয়ে মিনিস্টার এই অফারের মাধ্যমে গ্রাহকগণ তার সাধ আর সাধ্যের মেল বন্ধন ঘটাতে পারেন। এই অফার ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রেই প্রযোজ্য। মিনিস্টাররের শো রুম থেকে এই সকল পণ্য ক্রয় করলে ক্রেতাগণ পাবেন প্রতি পণ্যের সাথে ১ টি কুপন। আর এ কুপনেই মিলবে আকর্ষণীয় সব পুরস্কার।
এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড এ