সময়ের সঙ্গে মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। সব ঠিক থাকলে শুক্রবারই (১০ জুলাই) বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি দিতে পারে এই দুঃসংবাদ। এই মরণ ভাইরাসের সঙ্গে পেরে উঠছে না আয়োজকরা। তবে এই সুযোগে অক্টোবর-নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু এবার সেই সম্ভাবনাতেও জল ঢেলে দিলেন খোদ সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এ বছর ভারতে আইপিএলের সম্ভাবনা দেখছেন না। তিনি বলেন, ‘করোনা মহামারি এখনই ভারত থেকে বিদায় নেবে না। এ বছর তো থাকবেই, আগামী বছরের শুরুর দিকেও এর দাপট বজায় থাকতে পারে। আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ কেউই অসুস্থ হতে চায় না।’
সৌরভ মনে করছেন সামনে আরও দুর্দিন আসছে। তিনি ভারতীয় টেস্ট দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আগামী দুই থেকে চার মাস আরও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের। এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে স্বাভাবিক জীবনে ফিরতে