করোনার ওষুধ কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র

ভারতে বাড়ছেই করোনার সংক্রমণ। তাল মিলিয়ে বাড়ছে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির কালোবাজারিও। সেই সঙ্গে করোনার ওষুধ মজুত করে বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি করার অভিযোগ ওঠছে দেশটির কয়েকটি অসাধু চক্রের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে এবার মহারাষ্ট্রে করোনার দু’টি ওষুধ কিনতে গেলে প্রেসক্রিপশনের সঙ্গে লাগবে জাতীয় পরিচয়পত্রও।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার এক নির্দেশিকা জারি করে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে বলা হয়েছে, মহারাষ্ট্রে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ টোসিলিজুমাব কিনতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন, কভিড পজিটিভ রিপোর্টসহ প্রয়োজনীয় কিছু নথির সঙ্গে আক্রান্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রও জমা দিতে হবে। করোনাকালে রাজ্যের বিভিন্ন স্থানে, বিশেষত মুম্বাইতে রেমডেসিভির এবং টোসিলিজুমাব ওষুধের ঘাটতির ঘটনায় উদ্বিগ্ন রাজ্য সরকার। এই নিয়ে প্রতিদিন সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়ছে। এর পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ওই দুই ওষুধের কালোবাজারি রুখতে এই পদক্ষেপ।

ভারতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। কার্যত মৃত্