ঘরের মাঠে চেলসিকে উড়িয়ে দিল শেফিল্ড ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে শেষ তিন ম্যাচে দ্বিতীয় হারে চ্যাম্পিয়ন্স লিগের পথ কঠিন হয়ে গেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলের। ইউরোপ সেরার মঞ্চে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের।
ইংলিশ প্রিমিয়ার লিগের নিজেদের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে শেফিল্ড। প্রথমার্ধে দুই গোল করে চালকের আসনে বসে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা করে আরেকটি গোল।
ম্যাচে প্রথমার্ধে চেলসির তিন শটের দুটি পোস্টে থাকলেও মেলেনি গোল। উল্টো ১৮ মিনিটে পিছিয়ে পড়ে তারা। একটি আক্রমণ চেলসি গোলরক্ষক ঠিক মতো ঠেকাতে ব্যর্থ হলে সুযোগ নেন ডেভিড ম্যাকগোল্ডরিক। অষ্টাদশ মিনিটে গোলমুখে থাকা এই ফরোয়ার্ড ফিরতি শটে অনায়াসে লক্ষ্যভেদ করেন।
৩৩তম মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ করে শেফিল্ড। বাম দিক থেকে এন্ডা স্টিভেন্সের দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন অলিভার ম্যাকব্রুইন।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে শেফিল্ডের রক্ষণের পরীক্ষা নেয় সফরকারীরা। কিন্তু জালের দেখা পায়নি তারা। ৫০তম মিনিটে মিনিটে চেলসির মার্কোস আলোনসোর হেড লক্ষ্যে থাকেনি। এরপর ট্যামি আব্রাহাম, অলিভিয়ে জিরুদের প্রচেষ্টা