প্রথমবারের মতো আসছে বাংলাদেশি ক্রিকেটারের বায়োপিক

প্রথমবারের মতো আসছে বাংলাদেশি ক্রিকেটারের বায়োপিক





ভারতের সীমানা ছাড়িয়ে পুরো পৃথিবীর অনেক ক্রিকেটপ্রেমীর মাঝেই সাড়া ফেলেছিল ‘এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি।’  ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের গল্প নিয়ে বানানো এ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে কপিল দেবের জীবনের গল্প নিইয়ে নির্মিত ‘এইটি থ্রি’। তবে বাংলাদেশে এমন কাজ হতে যাচ্ছে প্রথমবারের মতো।