আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় মোট ১১ লাখ ৭৭ হাজার গবাদি পশু প্রস্তুত রয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট এলাকার প্রাণিসম্পদ কর্মকর্তারা। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর বাজারজাতকরণ নিয়ে গতকাল শনিবার নাটোর রাজবাড়ী মিলনায়তনে এক মতবিনিময়সভায় কর্মকর্তারা এ তথ্য জানান। বক্তারা বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় হাটে পশু কেনাবেচা করতে হবে। একই সঙ্গে বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে অনলাইনে বিক্রির কার্যক্রম চালাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে গবাদি পশু পরিবহনে রেল যোগাযোগ সুবিধা গ্রহণে খামারিদের উদ্বুদ্ধ করবেন কর্মকর্তারা।
নাটোর জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এ মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (কৃত্রিম প্রজনন) ডা. মো. ইসমাইল হক।