সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে ভেজালসহ বিভিন্ন অপরাধে তাদেরকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।
র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনির নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।