রাশিয়ার দেড় লাখ সৈন্য আকস্মিক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। মহড়ায় ৪০০ যুদ্ধবিমান ও ১০০টি রণতরীও অংশ নিয়েছে। রুশ প্রেসিডেন্ট দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার পর পরই ওই মহড়া শুরু হয়েছে। ইউক্রেন সীমান্তে এ মহড়া পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
নিজ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে শুক্রবার এ মহড়া চালানোর নির্দেশ দেন পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক মহড়ায় নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনা সদস্যরা অংশগ্রহণ করেছেন। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
রাশিয়ার দেড় লাখ সৈন্য আকস্মিক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। মহড়ায় ৪০০ যুদ্ধবিমান ও ১০০টি রণতরীও অংশ নিয়েছে। রুশ প্রেসিডেন্ট দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার পর পরই ওই মহড়া শুরু হয়েছে। ইউক্রেন সীমান্তে এ মহড়া পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
নিজ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে শুক্রবার এ মহড়া চালানোর নির্দেশ দেন পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক মহড়ায় নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনা সদস্যরা অংশগ্রহণ করেছেন। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়।