আজ শুক্রবার (২৪ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার শক্তিপুরে ৬ ও ৭ নং ওয়ার্ডের উদ্দ্যোগে ও "এসো আলোর পথে" স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে আনিসুর রহমান, আমিনুল ইসলাম মিলন ও অন্তর আকন্দর সহযোগিতায়, মৃত ব্যক্তির গোসল ও কবর খনন কর্মি সংবর্ধনা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও "এসো আলোর পথে"র উদ্দোক্তা শামছুল হক আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ১সংবর্ধনা জ্ঞাপন করেন সেলিনা শাহাদাত (যুগ্ম সচিব), জোনাল সেটেলমেন্ট অফিসার (অবঃ), পাবনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক আলহাজ্ব আবু শামীম, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, প্রমুখ।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মৃত ব্যক্তির কবর খনন ও গোসল করানো ১৩ জন মহিলা কর্মি ও ১৩ জন পুরুষ কর্মিকে উপহার হিসাবে ১পিছ শাড়ী, ১ পিছ ওরনা,১টি ছাতা ও ১ পিছ লুঙ্গী তাদের হাতে তুলে দেন, এবং ১৩ জন পুরুষকে দেয়া হয় ১টি লুঙ্গী ১ পিছ পান্জাবী ১পিছ গামছা ১পিছ গেন্জি ও ১টি করে শাড়ী তাদের পরিবারের জন্য তুলে দেন "এসো আলোর পথে"র উদ্দোক্তারা।
আজ শুক্রবার (২৪ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার শক্তিপুরে ৬ ও ৭ নং ওয়ার্ডের উদ্দ্যোগে ও "এসো আলোর পথে" স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে আনিসুর রহমান, আমিনুল ইসলাম মিলন ও অন্তর আকন্দর সহযোগিতায়, মৃত ব্যক্তির গোসল ও কবর খনন কর্মি সংবর্ধনা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও "এসো আলোর পথে"র উদ্দোক্তা শামছুল হক আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ১সংবর্ধনা জ্ঞাপন করেন সেলিনা শাহাদাত (যুগ্ম সচিব), জোনাল সেটেলমেন্ট অফিসার (অবঃ), পাবনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক আলহাজ্ব আবু শামীম, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, প্রমুখ।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মৃত ব্যক্তির কবর খনন ও গোসল করানো ১৩ জন মহিলা কর্মি ও ১৩ জন পুরুষ কর্মিকে উপহার হিসাবে ১পিছ শাড়ী, ১ পিছ ওরনা,১টি ছাতা ও ১ পিছ লুঙ্গী তাদের হাতে তুলে দেন, এবং ১৩ জন পুরুষকে দেয়া হয় ১টি লুঙ্গী ১ পিছ পান্জাবী ১পিছ গামছা ১পিছ গেন্জি ও ১টি করে শাড়ী তাদের পরিবারের জন্য তুলে দেন "এসো আলোর পথে"র উদ্দোক্তারা।