প্রযুক্তির অন্যতম আবিষ্কার মোবাইল ফোন। যেটার মাধ্যমে মানুষের মধ্যকার দূরত্ব কমেছে। খুব সহজেই মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলার সুযোগ পেয়েছে।
আবার এই মোবাইল ফোনের কারণেই নানা অনিষ্ট হয়েছে, হচ্ছে। তেমনই বিড়ম্বনায় অভিনেতা মোশাররফ করিম। মোবাইল ফোনের যন্ত্রণায় রীতিমত অতিষ্ঠ তিনি। তাই ফোন ছাড়াই গোটা এক দিন থাকার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে কী হয়?
তা জানা যাবে নাটক ‘অ্যা ডে উইথআউট ফোন’ দেখলে। যেটি নির্মাণ করেছেন মুরসালিন শুভ। নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।
নাটকটির গল্পও লিখেছেন নির্মাতা শুভ। প্রযোজনা করেছে জি সিরিজ। এতে মোশাররফ করিম ও নিশাত প্রিয়ম ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, কেয়া মনি, আজম খান ও শেখ মাহবুবুর রহমান।
সম্প্রতি নাটকটি উন্মুক্ত করা হয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। দর্শকরা এখন সহজেই এটি উপভোগ করতে পারবেন।
নাটকের লিংক-
https://youtu.be/PzWigar-fg0
প্রযুক্তির অন্যতম আবিষ্কার মোবাইল ফোন। যেটার মাধ্যমে মানুষের মধ্যকার দূরত্ব কমেছে। খুব সহজেই মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলার সুযোগ পেয়েছে।
আবার এই মোবাইল ফোনের কারণেই নানা অনিষ্ট হয়েছে, হচ্ছে। তেমনই বিড়ম্বনায় অভিনেতা মোশাররফ করিম। মোবাইল ফোনের যন্ত্রণায় রীতিমত অতিষ্ঠ তিনি। তাই ফোন ছাড়াই গোটা এক দিন থাকার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে কী হয়?
তা জানা যাবে নাটক ‘অ্যা ডে উইথআউট ফোন’ দেখলে। যেটি নির্মাণ করেছেন মুরসালিন শুভ। নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।
নাটকটির গল্পও লিখেছেন নির্মাতা শুভ। প্রযোজনা করেছে জি সিরিজ। এতে মোশাররফ করিম ও নিশাত প্রিয়ম ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, কেয়া মনি, আজম খান ও শেখ মাহবুবুর রহমান।
সম্প্রতি নাটকটি উন্মুক্ত করা হয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। দর্শকরা এখন সহজেই এটি উপভোগ করতে পারবেন।
নাটকের লিংক-
https://youtu.be/PzWigar-fg0