সাবেক আইন সচিব জহিরুল হক দুলাল হৃদরোগে আক্রান্ত বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি

সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আইন সচিব শেখ জহিরুল হক দুলাল হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।

তার ভাই এ্যাডভোকেট আব্দুল হামিদ জানায়, গত রাতেও তার সাথে কথা হয়েছে। তখন তিনি ঠান্ডা ও সামান্য কাশি অনুভব করছিলেন। এর পরে হঠাৎ করে বেশী অসুস্থ হয়ে পড়ায় তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

তার আরেক ছোট ভাই ষ্টারলিং জানান, ডাক্তারা করোনার জন্য নমুনা সংগ্রহ করেছিল, কিছুক্ষণ আগে রিপোর্ট হাতে পেয়েছে, আল্লাহর রহমতে করোনা রিপোর্ট এ নেগেটিভ এসেছে। সকলের কাছে তার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আমরা শাহজাদপুর সংবাদডটকম পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি।

তিনি আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দায়িত্ব নেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এরপর ২০১৭ সালের আগস্ট মাসে অবসরে গেলে সরকার তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০১৯ সালের আগষ্ট চুক্তি ভিত্তিক মেয়াদ শেষে অবসরে যান তিনি।

সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আইন সচিব শেখ জহিরুল হক দুলাল হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। তার ভাই এ্যাডভোকেট আব্দুল হামিদ জানায়, গত রাতেও তার সাথে কথা হয়েছে। তখন তিনি ঠান্ডা ও সামান্য কাশি অনুভব করছিলেন। এর পরে হঠাৎ করে বেশী অসুস্থ হয়ে পড়ায় তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার আরেক ছোট ভাই ষ্টারলিং জানান, ডাক্তারা করোনার জন্য নমুনা সংগ্রহ করেছিল, কিছুক্ষণ আগে রিপোর্ট হাতে পেয়েছে, আল্লাহর রহমতে করোনা রিপোর্ট এ নেগেটিভ এসেছে। সকলের কাছে তার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরা শাহজাদপুর সংবাদডটকম পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি। তিনি আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দায়িত্ব নেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এরপর ২০১৭ সালের আগস্ট মাসে অবসরে গেলে সরকার তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০১৯ সালের আগষ্ট চুক্তি ভিত্তিক মেয়াদ শেষে অবসরে যান তিনি।