শুক্রবার, ০২ মে ২০২৫
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার ও শিশু সংগঠন ভোর হলো যৌথ ভাবে পহেলা বৈশাখ উদযাপন করে। শুক্রবার দিন ব্যাপী  তারা নানা অনুষ্ঠান মালার আয়োজন করে। এ অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজ, কবিতা পাঠের আসর, ঐতিহ্যবাহী লাঠি খেলা, ঘোড়দৌড় প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রটি রবীন্দ্র কাচারীবাড়ি ও কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে শেষ হয়। এ ছাড়া সংগঠনের কার্যালয়ে পান্তা ভোজ সহ অন্যান্য অনুষ্ঠান পালিত হয়। অপর দিকে এ দিন পাড়কোলা গ্রামীণ চিকিৎসা কেন্দ্র আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা, বৃ-আঙ্গারু গ্রামে আয়োজিত ঘোড় দৌড় প্রতিযোগীতা, আয়োজিত রবীন্দ্র বিশ্ববিদ্যায়ের ক্লাস চালুর দাবীতে বাসদ আয়োজিত মানববন্ধন, শাহজাদপুর উপজেলা পরিষদ আয়োজিত হাইস্কুল মাঠের গ্রামীণ মেলা, আওয়ামীলীগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও শাহজাদপুর সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা পাঠের আসোরে অংশ গ্রহণ করে সার্বিক সহযোগীতা ও পরিচালনা করেন, যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার ও ভোর হলো সংগঠনের সদস্যবৃন্দ। এতে শাহজাদপুরের বর্ষবরণ উৎসব আরো প্রাণবন্ত হয়ে ওঠে। লাঠিবাড়ি খেলা পরিবেশন করেন, বেলকুচি উপজেলার কুমারশালদার গ্রামের শীতল শেখ, আব্দুল মালেক ও হায়দার আলীর বিখ্যাত লাঠিবাড়ি খেলার দল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, ইউএনও আলীমুন রাজীব, ওসি খাজা গোলাম কিবরিয়া, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ প্রমুখ। এ অনুষ্ঠানে স্বজন সদস্য ও থিয়েটার কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি মমতাজ উদ্দিন শেখ, এ্যাডভোকেট আনোয়ার হেসেন, কবি আতিক সিদ্দিকী, কবি সোরহার হোসেন রূপক, কাজী শওকত, কবি ম.জাহান, কবি বাবুল আক্তার খান, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, মোঃ নজরুল ইসলাম, সাহবাজ খান সানি, তাকিবুন্নাহার তাকি, নূর মোহাম্মদ মেঘ, মেহেদী হাসান হিমু, তুর্য্য, হাবিব, সমুদ্র, সৈকত, মারুফ, রাসেল, ইমরান, চঞ্চল, ইমন, মেঘলা, রুমকি, স্বর্ণা, বকুল, অর্ণপ, আশিক, আলাউদ্দিন, নাজমুল, আলাল, রাজিব, প্রিন্স, রিদি, তিন্নি, সুমাইয়া, জায়েদ বিন সাবিদ, আতিয়া, আইরিন, বিদ্যুৎ, সোনিয়া, নাসিম, জুয়েল, জন, রুবেল, রবিউল প্রমূখ। এ অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক দর্শক সমাগম ঘটে।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!