নিহাল খান, শাহজাদপুর : পৌরসভা নির্বাচনের বাকী আর মাত্র চার দিন। তবে, প্রচার প্রচারণার মাত্র দুইদিন সময় পাবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তের জমজমাট প্রচারণায় জমে উঠেছে শাহজাদপুর পৌরসভার নির্বাচনের মাঠ। তীব্র শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর শাহজাদপুর পৌরসভা। তাঁত শিল্প সমৃদ্ধ এই পৌরসভার সম্ভাব্য একাধিক মেয়র প্রার্থী গণসংযোগ করে যাচ্ছেন। এরা হলেন, আওয়ামীলীগ প্রার্থী হালিমুল হক মিরু (নৌকা), বিএনপি প্রার্থী নজরুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (লাঙল) , সতন্ত্র প্রার্থী আব্দুর রহিম (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ নুরুল ইসলাম (হাতপাখা)। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে এ সকল প্রার্থী ভোটের দিন রাত চষে মাঠ বেড়াচ্ছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নির্বাচনী আইন অনুযায়ী আগামী সোমবার মধ্যরাতেই শেষ হবে সব ধরণের প্রচার প্রচারণা। গতকাল ছিল ভোটের আগে শেষ শুক্রবার, সরকারি ছুটির এ দিনে প্রার্থীরা মসজিদে মসজিদে গিয়ে নামাজ আদায়ের পাশাপাশি ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন। হাতে খুব বেশি সময় নেই, পৌঁছাতে হবে সব ভোটারের কাছে। তাইতো নাওয়া-খাওয়া ভুলে প্রচারণায় ব্যস্ত শাহজাদপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নানা স্বপ্নের কথা শুনিয়ে চাইছেন ভোটারদের রায়। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের এমন দৌঁড়ঝাপই বলে দেয় কতটা ব্যস্ত সময় কাটছে তাদের। সকাল থেকে রাত-যেন ফূরসতের সময়ও নেই প্রার্থীদের। চলছে নানান হিসেব নিকাশ। শেষ মূুহূর্তে এসে আরো কিছুটা সুসংহত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। অপরদিকে, বিএনপির পক্ষ থেকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, নেতাকর্মী ও প্রচারণায় ব্যবহৃত জিনিস, নির্বাচনী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত মাঠে থাকতে চান তারা। নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন পৌর নির্বাচনে শাহজাদপুর পৌরসভায় মেয়র পৌরসভায় নৌকা, ধানের শীষ ও লাঙল মূল লড়াইয়ে থাকবে বলে জানিয়েছেন ভোটাররা। অন্যদিকে সতন্ত্র প্রার্থীও পিছিয়ে নেই। তিনিও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। এই মর্যাদার লড়াইয়ে নৌকা নাকি ধানের শীষ এগিয়ে যাবে-তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। চায়ের দোকান থেকে শুরু করে সকল স্থানেই চলছে নির্বাচনী আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরা শহর। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচন হচ্ছে পৌরসভার কিন্তু আমেজ চলছে জাতীয় নির্বাচনের। দলীয় প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে প্রচার-প্রচারণা সবই হয়েছে জাতীয় নির্বাচনের আদলে। কারণ প্রথমবারের মত মেয়র প্রার্থীরা লড়ছেন দলীয় প্রতীকে। ১৪ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে পুরোদমে নির্বাচনী মাঠে নেমে পড়েন। মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মধ্যেও দুই-তৃতীয়াংশ রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এতে রাজনৈতিক দলের তৃণমূল নেতাকর্মীরাও নির্বাচনী মাঠে জোরেশোরে নেমে পড়েছেন। শীতের হাওয়া বাড়ার সাথে সাথে নির্বাচনী হাওয়াও জমে উঠেছে। শীত উপেক্ষা করে প্রার্থী ও সমর্থকেরা ভোটারদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। মেয়র প্রার্থী ছাড়াও মহিলা ও পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও জোরেশোরে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিন যতই ঘনিয়ে আসছে প্রচারণা ততই জমে উঠছে। গ্রামীণ জনপদের নির্বাচনী এলাকায় এখন নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কর্মকর্তা জানান নির্বাচনের দুইদিন আগে, নির্বাচনের দিন এবং পরবর্তী দুইদিনসহ মোট ৫ দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
রাজনীতি
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত
অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...
শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
ঘটনার দুই বছর পর বৃহস্পতিব... মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
