শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
15033266927_41ef4389ff_b এবারে কোরবানির ঈদে গরুর দাম ভালো পেলেও অনেক গরু অবিক্রীত থাকায় বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে শাহজাদপুরের গরু ব্যবসায়ীদের। বাজারে তোলা প্রায় ২২ হাজার হাইব্রিড জাতের গরু অবিক্রীত থাকায় তাদের ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া এ গরুগুলোর লালন-পালন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে অর্ধেক দামে কিংবা আরো কমে গরু বিক্রি করে দিচ্ছেন। জানা গেছে, শাহজাদপুর উপজেলার গোখামারি ও চাষীরা শঙ্করায়ণ (ক্রস), অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ব্রিড, ইন্ডিয়ান হরিয়ানা ব্রিড, পাকিস্তানি সাহিয়াল ব্রিড ও দেশী জাতের গরু পালন করেন। সারা দেশে এখানকার গরুর ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু এবারের কোরবানির ঈদে ক্রস হাইব্রিড জাতের গরুর দাম ও চাহিদা না থাকায় এখানকার শতাধিক গরু ব্যবসায়ী মূলধন হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমি গরু ব্যবসায়ীরা। সূত্র জানায়, ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে শাহজাদপুর এলাকা থেকে ব্যবসায়ীরা হাজার হাজার গরু কিনে বিক্রির জন্য ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার পশুর হাটে নিয়ে যান। উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের লোকদের কাছে এ হাইব্রিড জাতের গরুর বড় চাহিদা রয়েছে। কিন্তু এবার বাজারে উল্টো দৃশ্য দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, নানা ধরনের ক্ষতিকারক ট্যাবলেট ও ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণ করা হয়। এসব গরুর মাংস খেয়ে মানুষ লিভার, কিডনি, ক্যান্সার, হৃদযন্ত্রসহ মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে— স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতসহ এমন খবর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হওয়ায় এর প্রভাব পড়ে পশুর হাটে। ফলে এবার হাইব্রিড ও বড় জাতের গরু বিক্রি কম হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় অঙ্কের লোকসানে পড়েন। শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘কোরবানি উপলক্ষে ঢাকার গাবতলী পশুর হাটে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯৫টি ষাঁড় নিয়েছিলাম। বিক্রি না হওয়ায় ১৯টি গরু ফেরত এনেছি। কয়েকদিন রাখার পর অর্ধেক দামে বিক্রি করেছি। এতে প্রায় ২০ লাখ টাকা লোকসান হয়েছে।’ একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামের আবু হাসান বেপারি জানান, ঢাকার ফতুল্লা পশুর হাটে ১৮ লাখ টাকা মূল্যের গরু নিয়ে মাত্র ১৩ লাখ টাকায় বিক্রি করেছি। ৫ লাখ টাকা লোকসান হয়েছে। একই উপজেলার রেশমবাড়ী গ্রামের বেপারি মো. আবদুস সালাম বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও আমি ঢাকার গাবতলী পশুর হাটে ৫০টি গরু নিয়ে গিয়েছিলাম। এর মধ্যে মাত্র ২৫টি গরু বিক্রি করেছি। বাকি গরু ফেরত এনেছি।’ গাড়াদহ গ্রামের শাহাদ বেপারি জানান, তিনি এবার ৬০টি গরু বিক্রির জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে ২০টি গরু বাকিতে কিনেছেন। গরু বিক্রি করেছেন মাত্র ৪৫টি। তিনি বলেন, ‘আমার মতো অনেকেই মহাজনদের কাছ থেকে ঋণ করে গরু কিনে বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনা ছুটছেই। শুরুতেই হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, দমানোর সাহস হয়নি কারও।

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

আন্তর্জাতিক

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

আইন-আদালত

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা...