বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
শহর থেকে মাত্র ৬ কিলোমিটার পূর্বে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের প্রায় বিশ হাজার মানুষের জন্য একটি মাত্র গ্রামীণ কাঁচা রাস্তার কারণে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি নিয়ে মানুষের সীমাহীন কষ্ট। একটি কাঁচা রাস্তা দিয়ে গ্রামে যাওয়া আসা করতে গিয়ে বর্ষা মৌসুমের প্রত্যেক দিনই গ্রামবাসীকে ফেলতে হয় বুকভরা দীর্ঘশ্বাস। স্বাধীনতার ৫০ বছর পেরুলেও এই গ্রামটিতে সরকারি ভাবে কোন রাস্তা নির্মাণ হয়নি। সারাদেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও এই গ্রামটি এখনও উন্নয়ন বঞ্চিত বলে ক্ষোভ প্রকাশ করেন ওই গ্রামের বাসিন্দারা। জানা যায়, উপজেলার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম এই গ্রামটিতে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। সেইসাথে গ্রামে রয়েছে ২টি প্রাথমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১টি আলিয়া মাদ্রাসা, ১টি হাফিজিয়া মাদ্রাসা, ১০টি মসজিদ ও ২ টি বাজার । এতগুলো প্রতিষ্ঠান এবং বিশাল জনগোষ্ঠীর চলাচলের জন্য একটিমাত্র রাস্তা থাকলেও তা চলাচলের প্রায় অযোগ্য। স্বাধীনতার পূর্ব থেকেই এ গ্রামের মানুষ পায়ে হেটে এবং নৌকায় যাতায়াত করতো। মাত্র দুই বছর আগে গ্রামের মানুষ সম্মিলিত ভাবে নিজেদের অর্থ দিয়ে প্রায় দেড় কোটি টাকা খরচ করে মাটি দিয়ে রাস্তা ভরাট করে। কিন্তু একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে পড়ে। তবুও প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে প্রতিনিয়ত পড়ছে গ্রামবাসী। গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (রওশন) জানান, রাস্তাটি বড়মহারাজপুর কবরস্থান হতে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের পর থেকে আরও ২ কিলোমিটার কাচা রাস্তা রয়েছে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত। সেটাও গ্রামের মানুষ নিজেদের টাকা দিয়ে মাটি ভরাট করেছে। এখন এই সড়কটি যদি কংক্রিটের রাস্তা করা হয় তবেই জনগণের দীর্ঘ কয়েক দশকের কষ্ট লাঘব হবে। নন্দলালপুর গ্রামের আলহাজ্ব শমসের আলী মাস্টার বলেন, ‘আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি, যার কারণে স্বাধীনতার ৫০ বছর হলেও গ্রামীণ এই অবহেলিত রাস্তাটিতে এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। জরুরি মুহূর্তে বয়স্ক মানুষ ও রোগীকে কাঁধ ভারে করে পাকা সড়কে নিয়ে যেতে হয়। চলাচলের জন্য আর কোনো রাস্তা নেই। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল পড়ে আছে।’ তাই প্রায় বিশ হাজার জনগোষ্টির গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত মেরামত করার দাবি জানান তিনি। গ্রামের বাসিন্দা মুনসুর সরকার বলেন, এই রাস্তা ছাড়া আর কোনো আমাদের চলাচলের জন্য রাস্তা নেই। বর্ষাকালে একটু হালকা বৃষ্টি হলেই রাস্তায় কাদা-মাটি ও পিচ্ছিলসহ বড় বড় গর্ত সৃষ্টি হয়। দিনের বেলায় জীবনের ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চলাচল করলেও রাতে কোনো যানবাহন চলাচল করে না। জরুরি মুহূর্তে কোন রোগী অথবা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে কষ্টকর হয়ে দাড়ায়। গ্রামবাসী আরও আক্ষেপ করে বলেন, ভোটের সময়ে জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নের কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নেন। ভোট নেয়ার শেষে আর তারা আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। এলাকার এ কাঁচা রাস্তার ফলে বর্ষাকালে যে কৃষিপণ্য উৎপাদন ও গবাদিপশু পালন করি কিন্তু তা ঠিকমতো বাজারজাত করতে পাড়ি না। কাঁচা এই রাস্তায় প্রতিদিন পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি খুব দ্রুত পাকাকরণ করার দাবি জানান গ্রামবাসী। পোরজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, বৃষ্টি হলে গ্রামবাসীর চলাচলের একটি মাত্র কাচাঁ রাস্তাটি খারাপ অবস্থা হয়ে যায়। গ্রামবাসীদের কষ্ট করে চলাচল করতে হয়। ‘এই রাস্তা সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছি। বরাদ্দ না থাকায় তাৎক্ষণিক কিছু করতে পারছি না। ব্যক্তিগত ভাবে কিছু করলে করতে হবে। স্থানীয়দের সাথে নিয়ে ইট, বালু ফেলে রাস্তাটি চলাচলের উপযোগি করার দ্রুত চেষ্টা করব।’ এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক জানান, নন্দলালপুর পাকার মাথা থেকে ১ কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। যে কোন সময় ওয়ার্ক অর্ডার (কাজের আদেশ) হবে। পরবর্তীতে বাকী অংশের কাজ করা হবে।

সম্পর্কিত সংবাদ

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

এ নায়িকা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বা...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...