

সিরাজগঞ্জে সাংবাদিকদের মারধর ক্যামেরা ভাংচুর
সিরাজগঞ্জে কেন্দ্র দখল করে ভোট দেওয়ার ছবি তোলায় স্থানীয় দৈনিক যমুনা প্রবাহের সহকারী সম্পাদক ও জেলা ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ আহম্মেদকে মারধর করে আহত করেছে কাউন্সিলর প্রার্থীর লোকজন। এ সময় ওই সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করে দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তারা। এদিকে, এ ঘটনার প্রতিবাদ করায় অপর কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনকেও লাঞ্ছিত করেছে অপর কাউন্সিলর প্রার্থীর লোকজন। বুধবার দুপুর ২টার দিকে সদর পৌরসভার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত নওশাদ আহম্মেদ জানান, ওই কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির চেষ্টা করছিল। এ সময় ছবি তুলতে গেলে কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা আমাকে মারধর করে। আমার ক্যামেরা ভাঙচুর করে দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তারা। কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন জানান, ৪নং ওয়ার্ডে আমার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী সুলতান তালুকদার ও তার লোকজন কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করার চেষ্টা করে। খবর পেয়ে আমি সেখানে বাঁধা দিতে গেলে তারা আমাকে লাঞ্ছিত করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ওই কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী ও অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম সিদ্দিকী জানান, প্রার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে পরে পরিস্থিতি শান্ত হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
সিরাজগঞ্জে ভোট কেন্দ্রে আ’লীগ এজেন্ট আটক
সিরাজগঞ্জ জেলার সদর পৌরসভার দারুল ইসলাম একাডেমি কেন্দ্রের ভেতরে ভোটারের কাছ থেকে ব্যালট পেপার হাতে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম রেজাউল করিম (২৮)। বুধবার দুপুর আড়াইটার দিকে দারুল ইসলাম একাডেমি কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। সদর থানার উপ-পরিদর্শক মানিকুর ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করেন।
রায়গঞ্জে ২টি কেন্দে নির্বাচন দাবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ এনে দুটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী। বুধবার বেলা ১ টার দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূর সাঈদ সরকার ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আকন্দ ওই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে পুনঃ নির্বাচনের দাবি জানান। এ বিষয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে তিনি জানান তারা। তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আক্তার জানান, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোন দরখাস্ত আমরা পাইনি।
সম্পর্কিত সংবাদ

বিনোদন
সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
শনিবার (১৪ মে) দুপুরে স্থানীয় জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর হয়ে মণিরামপুর বাজরে... সূধীজনের মতে, ‘ভাষা সৈনিক আলী আজমলের সমাধিস্থল যথাযথ মর্যাদায় সংরক্ষণসহ তাঁর স্মৃতি চির অম্লান রাখতে যথাযথ উদ্যোগ গ্রহণ... করোনা ভাইরাসের বিস্তাররোধকল্পে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এ...
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
অপরাধ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত
রাজনীতি
শাহজাদপুরে যুব জোটের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
জাতীয়
ধুলোবালি ও বুঁনো ঘাসে ভরা ভাষাসৈনিক আলী আজমলের সমাধিস্থল!
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন ক্লাস পরীক্ষা বন্ধ