বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির : সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযুক্ত পত্রভূক্ত (চার্জশিট) আসামী মেয়র হালিমুল হক মিরুর জামিন নাকচ করেছে হাইকোর্ট, এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপ্রতি কামরুল ইসলাম সিদ্দিকি ও বিচারপ্রতি জাফর আহম্মেদের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার তার জামিনের আবেদন নাকচ করে। পাশাপাশি রুল দাবি করেন তাকে কেনো জামিন দেওয়া হবে না। ৭ দিনের মধ্যে তা জানতে চেয়েছে আদালত। এ বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলেছে সংশ্লিষ্টদের। আসামী মিরুর পক্ষে শুনানি করেন ইউসুফ হোসেন হুমায়ূন ও শ.ম. রেজাউল করিম। এ সময় রাষ্ট্রপক্ষে জামিনে তীব্র বিরোধীতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনালে ড. মোঃ বশিরুল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়জামান। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বিকেলে পেশাগত দায়িত্বপালনকালে শাহজাদপুর পৌরমেয়র মিরু ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি দুপুরে উন্নত চিকিৎসার্থে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে পৌরমেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জন নামীয় এবং অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম হত্যাকান্ডের ৩ মাস পর তদন্ত শেষে শাহজাদপুর প্রেস ক্লাবের অন্যতম সদস্য ও দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশীট প্রদান করেন। গত মঙ্গলবার বিকেলে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (আমলি আদালত) এ চার্জশীট দাখিল করেন বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা । দাখিলকৃত চার্জশীটে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী স্থানীয় পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ থেকে সাময়িক বহিস্কৃত হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, কেএম নাছির উদ্দিন সহ ৩৮ জনকে অভিযুক্ত করা হয়। চার্জশীট দাখিল করার বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ তদন্ত ও স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে পৌর মেয়র হালিমুল হক মিরু সহ মামলার এজাহারভূক্ত ১৭ জন এবং ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া ২১ জন সহ মোট ৩৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়েছে। চার্জশীটে অভিযুক্ত আসামীরা হলেন পৌর মেয়র হালিমুল হক মিরু, হাবিবুল হক মিন্টু, মানিক, কেএম নাাছির উদ্দিন, আজিজুল হক আপন, মোস্তাফিজুর রহমান পিযুস, সাইফুল ইসলাম, দুলাল হোসেন, সাহেব আলী, মোঃ কালু, কামাল হোসেন, ইয়াসিন আলী, আবু হানিফ, রিপন, শীতিকন্ঠ ঘোষ শিমুল, আব্দুর রাজ্জাক, সাহান আলী, হুমায়ুন কবির, নিত্যানন্দ রায়, মোঃ আলমগীর, নাজমুল খাঁ, আরশাদ ভূইয়া, জহির শেখ, শাহিন আলম, নজরুল ইলাম, হযরত আলী, তুফান শেখ, বিপুল শেখ, জহির প্রামানিক, জাহিদুল, ছোট মানিক, আব্দুল কুদ্দুস, মোঃ লিটন, মোহাম্মদ আলী, রবিউল, তুহিন ওরফে জুয়েল, সোহেল আকন্দ ও তানভীর। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান , ‘অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও বাকি ২৪ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’ জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ভাই হাফিজুল হক পিন্টু স্থানীয় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তুলে নিয়ে মেয়রের মনিরামপুর মহল্লার বাসভবনে আটকে রেখে অমানুষিক নির্যাতন করে তার দুই পা ও হাত ভেঙে দেয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগের কর্মী-সমর্থকরা বিকেল সাড়ে ৩ টার দিকে মিছিল নিয়ে পৌর মেয়রের মনিরামপুর মহল্লার বাসভবনের সামনে যায়। এ সময় কর্তব্যরত পুলিশ মিছিলকারীদের হটিয়ে দেয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু সহ তাদের সহযোগিরা একাধিক আগ্নেয়াস্ত্র ও দেশীও অস্ত্র সশস্ত্র নিয়ে মেয়রের বাড়ি থেকে বের হয়ে মিছিলকারীদের ওপর গুলি বর্ষণ করে। এ সময় মেয়রের বাড়ির অদূরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। একই দিন তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে দুপুরে শিমুল মারা যায়। এ ঘটনায় নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মিরুর লাইসেন্স করা শর্টগান ও ৪৩ রাউন্ড শর্টগানের গুলি জব্দ করে ব্যালেস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠায়। ব্যালেস্টিক রিপোর্টে নিহত সাংবাদিক শিমুলের ময়না তদন্তের সময় মাথায় পাওয়া স্প্রিন্টারের (লেড বল) সাথে মেয়রের শর্টগানের গুলির স্প্রিন্টারের মিল রয়েছে মর্মে মতামত দিয়ে ওই রিপোর্ট আমলি আদালতে দাখিল করেন। পরবর্তীতে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মেয়রের ভাই হাবিবুল হক মিন্টুর দেয়া তথ্যানুযায়ী পৌর মেয়র হালিমুল হক মিরুর মনিরামপুর মহল্লার বাসভবন সংলগ্ন ডোবা থেকে পুলিশ একটি অবৈধ পাইপগান উদ্ধার করে। অপরদিকে, সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযুক্ত পত্রভূক্ত (চার্জশিট) আসামী মেয়র হালিমুল হক মিরু পক্ষে তার আইনজীবী আজ সোমবার তার জামিনের আবেদন করলে তার জামিনের আবেদন নাকচ করেন বিচারপ্রতি কামরুল ইসলাম সিদ্দিকি ও বিচারপ্রতি জাফর আহম্মেদের হাইকোর্ট বেঞ্চ ।

সম্পর্কিত সংবাদ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

অপরাধ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষাঙ্গন

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম  মৃত্যুবার্ষিকী পালিত

রাজনীতি

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ ডিসম্বের -২০১৮ খ্রিষ্টাব্দ : গতকাল বুধবার বাদ আছর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় ক...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

সভাপতি প্রার্থী বিজয় ঘোষ ও সাধারন সম্পাদক প্রার্থী সেতু সেনের মতবিনিময়

শাহজাদপুর

সভাপতি প্রার্থী বিজয় ঘোষ ও সাধারন সম্পাদক প্রার্থী সেতু সেনের মতবিনিময়

আসছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শনিবার(১০আগষ্ট) রাতে উপজেলার নরিনা ই...